রবিবার, ১৩ জুলাই ২০২৫
রবিবার, ১৩ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

৩৬ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে সিলেট

ভ্যাপসা গরমের হাঁসফাস অবস্থা। একফোটা বৃষ্টি নেই, নেই বাতাস। গায়ে তীব্র জ্বালাপোড়া ভাব। সূর্যের প্রচণ্ড তেজ। ঘাম ঝরছেতো ঝরছেই। কখনো একটু আবছায়া ভাব, তবে তা একেবারেই ক্ষনস্থায়ী।

 

এমন দমবন্ধ অবস্থায় শনিবার (১২ জুলাই) সিলেটবাসীর সারাদিন কেটেছে। যদিও শুক্রবার পরবর্তী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি বা কোথাও ভারী বৃষ্টিার আভাস ছিল। তবে তা আর হয়নি। তবে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলেও তা কতটা স্বস্তিদায়ক হবে বা আদৌ হবে কি না, তা মোটেও বুঝা যাচ্ছেনা।

 

শনিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

এমন উচ্চ তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সকালের পর থেকে অবস্থা অসহনীয় হয়ে পড়ে। একটু স্বস্তির আশায় নিম্ন আয়ের মানুষ জন নেমে আসেন ঘরের বাইরে, বারান্দা বা এক চিলতে উঠানে বসে বৃষ্টির অপেক্ষা করতে দেখা গেছে তাদের।

 

তবে রিকশা অটোরিকশা ও ঠেলা চালকদের একটু পরপরই থেমে বিশ্রাম নিতে দেখা গেছে। ঠাণ্ডা পানীয়র দোকানে ভিড় ছিল লক্ষনীয়। অফিস বা দোকানপাটে যাদের এসি আছে মোটামুটি তারা কিছুটা স্বস্তিতে থাকলেও যাদের এসি নেই, তাদেরকে দোকানের বাইরে চেয়ার বা টোল নিয়ে বসে থাকতে দেখা গেছে।

 

একজন রিকশা চালক রমিজ উদ্দিন (৪৫) বলেন, বাপুরে। অত গরম। ফুস্কা পইড়া যাইবো মনে অইতাছে। কাম কাজ করতে পারতিছিনা। বিষ্টি আইলে অয়।

 

এদিকে সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে এক ফোটাও বৃষ্টি হয়নি। তবে বৃষ্টির পূর্বাভাস ছিল।

 

এদিকে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হায়েছে, সিলেট অঞ্চলের কোনো কোনো স্থানে হাল্কা থেকে মাঝারি আবার কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে।

 

 

এই সম্পর্কিত আরো