মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হাসান সাকিবকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার হওয়া সাকিব হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহিন বলেন, ‘সেনাবাহিনী তাকে আটক করে রাতেই থানায় হস্তান্তর করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ কয়েকজনের উপর হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলার প্রধান আসামি সাকিব।’

পুলিশ সূত্রে জানা যায়, ১১ মে মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিল শেষে সংগঠনের সদস্য সচিব মাহাদী হাসানসহ চারজনের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাকিবকে প্রধান আসামি করে সদর মডেল থানায় একটি মামলা করা হয়। এর আগে সহিংসতা, সংগঠনের শৃঙ্খলাভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এই সম্পর্কিত আরো