মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে ডাকাতসহ সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

ওসমানীনগরে পুলিশের অভিযানে দূর্ধর্ষ ডাকাতসহ তিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।  

বৃহস্পতিবার সকাল ও রাতে ঢাকার পল্লবী ও ব্রাহ্মণবাড়ীয়ার সদর থানার বিভিন্ন এলাকায় এসআই শফিকুল ইসলাম ও এসআই আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার তাজপুর ইউনিয়নের রবিদাস (সোনারপাড়া) গ্রামের আলা মিয়ার ছেলে জাবেদ হোসেন বাদশা (৩০), একই গ্রামের মতিলাল রায়ের ছেলে মুহিত রায় (৫০) ও তার ছেলে শুভ রায় (২৫)। 

ডাকাত জাবেদ হোসেন বাদশার বিরুদ্ধে ডাকাতি, খুন, অস্ত্র ও সরকারী কাজে বাধাসহ ৮টি মামলা রয়েছে। মুহিত রায়ের বিরুদ্ধে ১ বছরের সাজাসহ ১০ লাখ ১৬ হাজার টাকা এবং তার ছেলে শুভ রায়ের বিরুদ্ধে ১ বছরের সাজাসহ ১৫ লাখ টাকার জরিমানাসহ তিনটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ছিল।

ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীদের ধরতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো