মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মরা ছাড়া আর কোনো গতি নাই’- ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

কুলাউড়ায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের চাতলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।  মরা ছাড়া আর কোনো গতি নাই’- নিজের ফেসবুক ওয়ালে এমন মর্মান্তিক একটি স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন রাহাত।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপছার  বিষয়টি  নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের কারণে হতাশ হয়ে রাহাত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। 

এদিকে রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি হতাশা ও মানসিক অস্থিরতার নানা ইঙ্গিত দিচ্ছিলেন। মাত্র দুইদিন আগে তিনি রাসেল নামের এক যুবকের আত্মহত্যার সংবাদ শেয়ার করে ক্যাপশনে লেখেন- ‘আমারও পরিস্থিতি আসছে।’ এরও আগে ২৮ জুন তিনি লিখেন- ‘হঠাৎ সবাইকে ছেড়ে চলে যাবো।’

উল্লেখ্য,  রাহাত ২০২৩ সালের ১৭ মার্চ বিয়ে করেন। তার ১৫ মাসের একটি পুত্র সন্তান রয়েছে।

এই সম্পর্কিত আরো