সিলেটের বালাগঞ্জ উপজেলার কালিগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ আলম মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।
গত ৩ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হার্ট অ্যাটাক শনাক্ত হলে অবস্থা সংকটজনক মনে করে তাঁকে ঢাকায় রেফার করা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল থেকে তাঁর অবস্থা আরও অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো জরুরি। কিন্তু শিক্ষক শাহ আলম মিয়ার আর্থিক অবস্থা অত্যন্ত সীমিত। স্বল্প বেতনে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে চলা এই মানুষটির দুই ছেলেও এখনো স্কুলে পড়ে।
এমতাবস্থায়, বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষককে বাঁচাতে নিজেরা টাকা সংগ্রহ করে সাহায্যের হাত বাড়িয়েছে। তারা চোখে পানি আর কণ্ঠে আকুতি নিয়ে বলছে—
"আমাদের স্যারকে ফিরিয়ে দিন, ওনাকে হারাতে চাই না।"
শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসী ও বিদ্যালয় সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টা র প্রতি অনুরোধ জানিয়েছেন—
শিক্ষক শাহ আলম মিয়ার উন্নত চিকিৎসার জন্য যেন সরকারিভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।