বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর-সংঘর্ষ বিএনপি সবসময় নারী জাগরণ ও অগ্রযাত্রায় অঙ্গীকারবদ্ধ -ইলিয়াসপত্নী লুনা কোম্পানীগঞ্জে সরকারি বালু লুটপাটের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিষ্কার পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ: ফরিদপুর-৪ আসন ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পোশাকের নিচের তিলের খবরও জানে এআই! উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি সিলেটে আরও দুইজনের ডেঙ্গু সনাক্ত
advertisement
সিলেট বিভাগ

ড. মির শাহ আলম রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির ২০২৫-২৬ বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত

সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটি-এর ২০২৫-২৬ বর্ষের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার এক আড়ম্বরপূর্ণ আয়োজনে তাকে রোটারির নতুন বছরের দায়িত্ব অর্পণ করা হয়।

অনুষ্ঠানে ড. মির শাহ আলম-এর কাছে রোটারির প্রতীকী কলার হস্তান্তর করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান জাকির আহমেদ চৌধুরী। এই বিশেষ আয়োজনে সম্মানিত অতিথি  ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (PDG) লেফটেন্যান্ট কর্নেল (অব.) আতাউর রহমান পীর, পিডিজি ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, জোন ১ এর রোটারিয়ান লিডার কামরুজ্জামান চৌধুরী রুম্মান এবং রোটারিয়ান লিডার আসাদুজ্জামান সায়েম।

নতুন প্রেসিডেন্ট হিসেবে ড. মির শাহ আলম তার বক্তব্যে বলেন, “রোটারি শুধু একটি ক্লাব নয়, এটি একটি মূল্যবোধের জায়গা, একটি আন্তর্জাতিক মানবসেবা মঞ্চ। আমি চেষ্টা করবো রোটারির মূলনীতি ও নীতিবাক্য ‘Service Above Self’-এর আদর্শকে ধারণ করে সমাজের জন্য কিছু করতে।” তিনি জানান, আসন্ন এক বছরে ক্লাবের পক্ষ থেকে শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক উন্নয়নে একাধিক কার্যকর প্রকল্প গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বক্তারা ড. মির শাহ আলম-এর পেশাগত দক্ষতা ও সামাজিক নেতৃত্বের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটি আরও গতিশীল ও সামাজিকভাবে প্রভাবশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে।

ড. মির শাহ আলম একজন প্রতিষ্ঠিত বেতার ব্যক্তিত্ব ও গণযোগাযোগ বিশেষজ্ঞ। তার নেতৃত্বে সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ দীর্ঘদিন ধরে দক্ষ রেডিও প্রযোজক ও উপস্থাপকদের তৈরি করে আসছে। একই সঙ্গে তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত।

নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রোটারি পরিবারের সদস্যরা এবং সিলেটের সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা ড. মির শাহ আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সবাই আশাবাদী—মানবতার কল্যাণে তার পথচলা আরও বেগবান ও সফল হবে।

এই সম্পর্কিত আরো

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর-সংঘর্ষ

বিএনপি সবসময় নারী জাগরণ ও অগ্রযাত্রায় অঙ্গীকারবদ্ধ -ইলিয়াসপত্নী লুনা

কোম্পানীগঞ্জে সরকারি বালু লুটপাটের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিষ্কার

পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক

নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ: ফরিদপুর-৪ আসন ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পোশাকের নিচের তিলের খবরও জানে এআই!

উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি

সিলেটে আরও দুইজনের ডেঙ্গু সনাক্ত