শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে একাধিক মামলার আসামি রাজু  গ্রেফতার শুক্রবার সিলেট নগরের কয়েকটি এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না কোম্পানীগঞ্জে ভাঙচুরের মামলায় গ্রেফতার ২ শাবিতে ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মো. তারিকুল ইসলাম যৌতুকের জন্য নারী নির্যাতিত হলেও সরাসরি মামলা নয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ - অপেক্ষা করতে করতে হাসপাতালের বারান্দায় ২ নারীর সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু তদন্তে সেনাসদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় আসবে: খোকন পিআর নির্বাচনের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে: আব্দুস সালাম
advertisement
সিলেট বিভাগ

শাবিতে ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে সর্বমোট ২০৫ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় ১৪ শতাংশ বাজেট বৃদ্ধি পেয়েছে। গত বছর ১৮০ কোটি ৮ লাখ টাকার বাজেট বরাদ্দ ছিল।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কনফারেন্স রুমে এ বাজেট ঘোষণা করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী, হিসাব পরিচালক সোহেল উদ্দিন আহমদ, অতিরিক্ত পরিচালক মো. মুর্শেদ আহমদ এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছরের বাজেটে বিশেষ সুবিধাসহ মোট বেতন ও ভাতাদি বাবদ সহায়তা খাতে ১১৯ কোটি ৬ লাখ টাকা, মোট পণ্য ও সেবা বাবদ সহায়তা খাতে ৪৫ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা, পেনশন খাতে ১৫ কোটি টাকা, গবেষণা খাতে ১০ কোটি ২০ লাখ টাকা, উদ্ভাবন খাতে ৩ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ সহায়তা খাতে ২০ লাখ টাকা, অন্যান্য অনুদান খাতে ১ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা, যন্ত্রপাতি অনুদান খাতে ৯ কোটি ১৮ লাখ টাকা, যানবাহন বাবদ অনুদান খাতে ১ কোটি ৭০ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুদান খাতে ২ কোটি ৫০ লাখ টাকা এবং অন্যান্য মূলধন অনুদান খাতে ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এবারের বাজেটে গতবছরের চেয়ে উদ্ভাবন খাতে ১ লাখ টাকা, যন্ত্রপাতি অনুদান খাতে ২৫ লাখ টাকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ৩৫ লাখ টাকা কমেছে। অপরদিকে গতবছরের চেয়ে গবেষণা খাতে ৭০ লাখ টাকা এবং যানবাহন বাবদ অনুদান খাতে ১ কোটি ১৮ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।

বাজেট উপস্থাপন সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিগত বছরের চেয়ে এবছর বাজেট বৃদ্ধি পেয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেগুলো বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে। বিজ্ঞান ও প্রযুক্তিতে শাবিপ্রবিকে এগিয়ে নিতে গবেষণার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের মানসম্মত গবেষক তৈরি করা।

তিনি আরো বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একসাথে অনেকগুলো উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। এগুলো হয়ে গেলে আমাদের যে সমসাময়িক বিভিন্ন সংকট রয়েছে সেগুলো সমাধান হয়ে যাবে। সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এই সম্পর্কিত আরো

সিলেটে একাধিক মামলার আসামি রাজু  গ্রেফতার

শুক্রবার সিলেট নগরের কয়েকটি এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

কোম্পানীগঞ্জে ভাঙচুরের মামলায় গ্রেফতার ২

শাবিতে ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মো. তারিকুল ইসলাম

যৌতুকের জন্য নারী নির্যাতিত হলেও সরাসরি মামলা নয়

সিলেট ওসমানী মেডিকেল কলেজ অপেক্ষা করতে করতে হাসপাতালের বারান্দায় ২ নারীর সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

তদন্তে সেনাসদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে

নির্বাচনেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় আসবে: খোকন

পিআর নির্বাচনের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে: আব্দুস সালাম