রবিবার, ০৪ মে ২০২৫
রবিবার, ০৪ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে কৃষক দলের কর্মী সমাবেশে বক্তব্যকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় কৃষকদলের কর্মী সমাবেশে বক্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ৩ মে বিকাল ৪ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ বাজার সংলগ্ন স্থানীয় কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষ ও দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে।    

এসময় খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মী সমাবেশে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। স্বাগত বক্তব্যের পরপরই দেওয়া হয় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন আহমেদের বক্তব্য। এসময় জকিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন এর বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ। এর পর ধাপে ধাপে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সেই বক্তব্যকে কেন্দ্র করে সিলেট জেলা কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদের সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন এবং উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। 

সিলেট জেলা কৃষক দলের আহবায়ক অনুষ্ঠানের সভাপতি ইকবাল আহমদ বলেন, "এখানে পরিকল্পিত ভাবে বিশৃঙ্খলার চেষ্টা করা হয়েছিল এবং দুই একজনের মতো আহত রয়েছেন। উনিসহ সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুন্দরভাবে অনুষ্ঠান সম্পূর্ণ করেছেন"।

এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায় নি।

জকিগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আহাদ জানান , উক্ত সংঘর্ষে  ২৬ জন এর মতো আহত রয়েছেন তার মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়। 

এবিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয় নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো