সিলেট সিটি করর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩ মে) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালী পুলিশ।
আশিক আহমদ (৪৫) সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার আলী ভবনের মরহুম তমজিদ আলীর ছেলে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এতথ্য নিশ্চিত করে বলেন,
আশিক সিলেট জেলা আওয়ামী লীগ নেতা এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, বিগত সময়ে কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রভা কোম্পানীর মাধ্যমে আলোচনায় আসেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় নগরের উপকন্ঠ পারাইরচক এলাকায় ট্রাক টার্মিনালের সাইনবোর্ড লাগিয়ে সরকারি জায়গা দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।