রবিবার, ০৪ মে ২০২৫
রবিবার, ০৪ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচংয়ে খাদ্য সচিব

নীরবে কাজ করে কৃষকরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন

কৃষকরা দেশের প্রাণ। নীরবে কাজ করে কৃষকরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব মো:মাসুদুল হাসান বলেছেন এজন্য কৃষকদের ধন্যবাদ দিতে হবে। কৃষকদের উৎসাহিত করতে হবে।কৃষকের ধানের ন্যায্য দাম নিশ্চিত করা হয়েছে।প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে সরকার ধান কিনবে।এবার ধান কেনায় কোন সিন্ডিকেট হবেনা।

বানিয়াচংয়ে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় সরাসরি কৃষকের নিকট হতে মাঠ পর্য়ায়ে ধান ক্রয় ও কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রনালয়ের সচিব এসব কথা বলেন।

৩ মে শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে সুবিধপুর ইউনিয়নে প্রান্তিক পর্য়ায়ের কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।এরপর কৃষকদের সঙ্গে ফসল, হাওরের ফসল রক্ষা বাঁধ, ধানের দামসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ।সচিবের প্রোগ্রামে সংবাদ কর্মীরা অবগত নন এই বিষয়ে দৃষ্টি আকর্ষন করলে সংবাদ কর্মীদের কাছে আন্তরিক দু:খ প্রকাশ করে খাদ্য সচিব বলেন,কৃষি ও কৃষকদের সহযোগীতায় সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এক প্রশ্নের জবাবে সচিব বলেন,এ বছর বানিয়াচং উপজেলায় ৭৫৬ জন কৃষকের কাছ থেকে ২২৫৬ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার।এ উপজেলায় ধান ক্রয় বরাদ্ধ আরো বাড়ানো যায় কিনা সমাজকর্মী সৈয়দ মিজান উদ্দিন পলাশের প্রশ্নের জবাবে খাদ্য সচিব জানান,বানিয়াচং উপজেলায় আরো একটি ১০০০ মেট্রিক টন ধারন ক্ষমতার নতুন খাদ্য গুদাম নির্মানের পরিকল্পনা আছে।আশা করি দ্রুতই বাস্তবায়ন হবে।

মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অথিথির বক্তব্যে জেলা প্রশাসক ড.মো:ফরিদুর রহমান বলেন,অতীতে কি হয়েছে ভূলে যান।এবছর সরাসরি প্রান্তিক পর্য়ায়ের কৃষকের নিকট হতে ধান ক্রয় করবে সরকার।কোন ফরিয়া বা মধ্যস্বত্বভোগীদের হাতে সিন্ডিকেট হওয়ার সুযোগ নেই।

মতবিনিময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস,এম সাইফুল ইসলাম,জেলা কৃষি সম্প্রসারনের উপ-পরিচালক মো:আকতারুজ্জামান।

বানিয়াচয়ে এবার ৩৩ হাজার ৭০৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৮ হাজার ৫০০মেট্রিক টন।

এই সম্পর্কিত আরো