শিক্ষা ও কর্মক্ষেত্র ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে “অদম্য নারী” পুরুষ্কারে ভুষিত হওয়ায় সিলেটের কানাইঘাট উপজেলার বায়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগমকে নাগরিক সংবর্ধণা প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বায়মপুর প্রগতি সমাজ কল্যাণ সংঘের উদ্যেগে, অদম্য নারী হালিমা বেগমের নিজ কর্মস্থল বায়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ নাগরিক সংবর্ধণার আয়োজন করা হয়। এতে সংঘের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোয়াজ্জেম হোসেইন আল-আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছল আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাটের কৃর্তি সন্তান সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী।
বিশেষ আতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, কানাইঘাট সরকারী কলেজের সাবেক প্রভাষক ময়নুল হক, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাজ উদ্দিন সাজু, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়াধীন, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২৫ সালের আদম্য নারী হিসেবে ৫ ক্যাটাগরিতে সারা বাংলাদেশে ৫জন নির্বাচিত হয়েছেন। এরমধ্যে কানাইঘাট পৌরসভার বায়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগম “শিক্ষা ও কর্মক্ষেত্র” ক্যাটাগরিতে “অদম্য নারী” পুরুষ্কারে ভুষিত হয়েছেন।
গত ৮মার্চ শনিবাব রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মোহম্মদ ইউনুসের কাছ থেকে তিনি এ পুরুষ্কার গ্রহণ করেন।
জানা যায় হালিমা বেগম ১৯৭১ সালে কানাইঘাটে জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে পাড়াগায়ের শত বাধা অতিক্রম করে হালিমা বেগম এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীণ হন। তখনকার সময়ে কানাইঘাট উপজেলার কোথাও কোন কলেজ না থাকায় তিনি সিলেট মহিলা কলেজে ভর্তি হন। সেখান থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাশ করে সিলেট এমসি কলেজে গণিত বিষয় নিয়ে অর্নাসে ভর্তি হন। এমসি কলেজে অধ্যায়নরত অবস্থায় প্রাথমিক অধিদপ্তরের সহকারী শিক্ষক হিসেবে ১৯৯৯ সালে তিনি চাকরিতে যোগদান করেন। চাকরির পাশাপাশি তিনি সফলতার সাথে স্নাতকডিগ্রী সহ মার্স্টাসডিগ্রী সম্পন্ন করেন। এরপর কানাইঘাটে সর্বপ্রথম মহিলা প্রধান শিক্ষক হিসেবে পৌরসভার রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। অদম্য এই নারী হালিমা বেগম তিনি উপজেলা পর্যায়ে ১০বার উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার কর্মস্থল বায়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ২০২২ এবং ২৪ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।