সুনামগঞ্জের জামালগঞ্জে ফসলী জমি সহ পারিবারিক স্ব-শানের মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ ব্যপারে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেছেন সাচনা বাজারের প্রয়াত মনিন্দ্র পালের ছেলে অনন্ত পাল।
অভিযোগে সাচনা বাজার ইউনিয়নের মফিজ নগর গ্রামে মৃত সাদত মোড়লের ছেলে কবির আলম এবং আলীপুর গ্রামের মোস্তাক আহমেদ এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগে জানা যায় সাচনা রামনগর রাস্তার পাশে প্রয়াত মনিন্দ্র পালের ৪৩৫ দাগের ৩২৪ খতিয়ানের, জে.এল নং ৩৬ এর ৭৫ শতক লায়েক পতিত জমি রয়েছে।
সাচনা বাজার সাবেক ইউপি সদস্য কবির আলম রাস্তায় মাটি দেওয়ায় ঠিকাদারীর সুবাদে অনন্ত পালের নিকট অল্প কিছু জায়গার মাটি কেটে রাস্তায় দেওয়ার জন্য অনুরোধ জানালে অনন্ত পাল তাতে শায় দেন এবং জায়গা নির্ধারন করে দেয়।
পরে দেখা যায় নামাংকিত বিবাদীরা রাতের আধারে তার সিমানা নির্ধারিত জায়গা ছাড়াও অনন্ত পাল সহ তার ভাইদের নামে অনেক জায়গা এমনকি তাদের বাবা মা ঠাকু মার স্বশানের জায়গা সহ এসকোবাটার দিয়ে মাটি কেটে দিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট প্রায় লক্ষাধিক টাকার মাটি বিক্রি করে দেয়। সকালে অনন্ত পাল গঠনাস্থলে গিয়ে স্বশান সহ অন্যান্য জায়গার মাটি নেওয়ার কথা জানালে তাকে হুমকি প্রদান করে।
এবিষয়ে বাদী অনন্ত পাল আবেগ আপ্লুত হয়ে জানান আমি একজন ব্যর্থ সন্তান আমরা জীবিত থাকতে বাবা ঠাকু মার স্বশানকে রক্ষা করতে পারিনাই। আমি প্রশাসনের নিকট উপযুক্ত বিচার চাই।
এব্যপারে অভিযুক্ত কবির আলম জানান, অনন্ত পাল নিজেই মাটি কাটার জন্য জায়গা দেখাইয়া দেয় আমি অসুস্থ কয়েকদিন যাবত সাইটে যাইনাই। নতুন ড্রাইভার এসেছে সে রাতের আধারে ভূল বসত স্বশানের জায়গা কেটে ফেলেছে। সকালে এসে অনন্ত পাল আমাকে জানালে স্বশানের জায়গা টুকু আমরা পুনরায় মাটি ভরাট করে দিয়েছি।
এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।