সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আইন শৃংখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯) এপ্রিল বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আইন শৃংখলা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৌকত জামিল, থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, জামায়াতে ইসলাম এর প্রতিনিধি ও দামপুর মাদ্রাসার সুপার মতিউর রহমান, জমিয়তে উলামায়ের সভাপতি ইকরাম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক টিপু সুলতান, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু, আটগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন, আনসার ভিডিপি কর্মকর্তা সুবল চন্দ্র চন্দ।
এসময় বক্তারা বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় আইন শৃংখলা সঠিক রেখে শাল্লার সার্বিক কল্যাণে কাজ করতে ঐক্যমত পোষন করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো: আরিফ, মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, সমবায় কর্মকর্তা আশিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বিজয় কান্তি দাশ, সংবাদিক বকুল আহমদ ও জয়ন্ত সেন, লজিক প্রকল্পের ইনচার্জ বেলাল আহমেদ, ইউজিডিপি প্রকল্পের ইনচার্জ লিটন পাল প্রমুখ।