সিলেট নগরীর কাজিটুলা এলাকা থেকে ফাহিম আহমদ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে কাজিটুলার লোহারপাড়ার ১৮ নম্বর বাসা থেকে লাশ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ।
জানা গেছে, সিলেট নগরী কাজিটুলার লোহারপাড়ার ১৮ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন ফাহিম আহমদ (২৪)। তিনি সিলেট সিটি করপোরেশনে পানি শাখায় কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে দীর্ঘদিন থেকে প্রতিবেশীরা ফাহিমের রুমের ভেতর থেকে দরজা বন্ধ দেখেন। এসময় তারা ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো জবাব না আসায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ফাহিমকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় সিসিক কর্মচারী ফামিহের লাশ উদ্ধার করে। প্রাথমিক ভাবে আত্নহত্যা ধারণা করলে , লাশ ময়নাতনন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী হাসতাপাতালে প্রেরণ করা হয়েছে।