সিলেটের পরিবেশ ধ্বংস করে জাফলংয়ে পাথর উত্তোলন, চোরাচালানসহ নানা অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়া সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে গ্রেফতার আবুল কাশেমকে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ও মামলা আইও মামুনুর রশিদ তাকে প্রতিবেদনসহ আদালতে হস্তান্তর করলে আদালত কাশেমকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পরিবেশ অধিদপ্তর ও গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়, জাফলংয়ে পাথর লুটে পরিবেশের মামলায় পলাতক আসামি ছিল আবুল কাশেম। তাঁর বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় জৈন্তাপুর থেকে গ্রেফতার করে। পরে আবুল কাশেমকে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ও মামলা আইও মামুনুর রশিদের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতার আবুল কাশেম (৪০) গোয়াইনঘাটের নলজুরী এলকার মৃত শামছুল হকের ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, পলাতক আবুল কাশেমকে সেনাবাহিনীর একটি দল পরিবেশ অধিদপ্তরের মামলায় গ্রেফতার করে। পরে পরিবেশের মামলার আইও আইও মামুনুর রশিদ তাকে আদালতে প্রেরণ করে। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।