বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে নিরাপদ খাদ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

সুনামগঞ্জে নিরাপদ খাদ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করীম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খাদ্য গ্রহণকালে আমাদের সকলের সতর্কতা অবলম্বন করা জরুরি। ভেজাল ও দুষণমুক্ত নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে।এবং গণমাধ্যমে সচেতনতামূলক লেখা বেশি করে প্রচার করতে হবে। 
সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চিত চন্দ্র, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, সাংবাদিক মাসুম হেলাল, সেলিম আহমেদ, শহীদনূর আহমেদ, জাকির হোসেন, এআর জুয়েল, বুরহান উদ্দিন, হিমাদ্রি শেখর ভদ্র প্রমুখ।

এই সম্পর্কিত আরো