বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গ্রেফতারের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘শ্যুটার’ হান্নান কারাগারে

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ‘শ্যুটার’ আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) বিকেলের দিকে নগরীর টিলাগড় এলাকা থেকে হান্নানকে গ্রেফতার করা হয়। 

আজ রোববার (২৭ এপ্রিল) আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।  

এম এ হান্নান শহরতলীর মেজরটিলা দক্ষিণ ইসলামপুরের ফাল্গুনী আবাসিক এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে। 

 
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান,  হান্নানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় শাহপরাণ (রহ.) দুটি মামলা রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আরো দুটি মামলা রয়েছে। রোববার তাকে আদলতে পাঠানো হয়েছে।


প্রসঙ্গত, যুবলীগ নেতা এমএ হান্নান সিলেটে অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। এমসি কলেজে ছাত্রলীগের হামলার সময় অস্ত্রহাতে তার ছবি ভাইরাল হয়েছিল।

এই সম্পর্কিত আরো