সোমবার, ১৪ জুলাই ২০২৫
সোমবার, ১৪ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ লেবাননের

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।  সেইসঙ্গে বৈরুতের দক্ষিণ প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের আশা ব্যক্ত করেছেন তিনি।  খবর আরব নিউজের। 

আউনের এই বিবৃতিটি গত সপ্তাহে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার’র বিবৃতির প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।  যেখানে গিদিওন লেবানন এবং সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন।  

শুক্রবার প্রেসিডেন্ট দপ্তরের শেয়ার করা এক বিবৃতি অনুসারে, আউন ‘শান্তি এবং স্বাভাবিকীকরণের মধ্যে পার্থক্য করেছেন’।

একটি আরব থিংক ট্যাংকের প্রতিনিধিদলের সামনে প্রেসিডেন্ট বলেন, ‘শান্তি হলো— যুদ্ধ পরিস্থিতির অভাব এবং এই মুহূর্তে লেবাননে আমাদের কাছে এটিই গুরুত্বপূর্ণ।  আর স্বাভাবিকীকরণ—এটি বর্তমানে লেবাননের পররাষ্ট্র নীতির অংশ নয়। ’

লেবানন এবং সিরিয়া ১৯৪৮ সাল থেকে টেকনিক্যালি ইসরাইলের সঙ্গে  যুদ্ধাবস্থায় রয়েছে।

লেবানিজ প্রেসিডেন্ট ইসরাইলকে সীমান্তের কাছের পাঁচটি পয়েন্ট থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন, যা তারা এখনো দখল করে আছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির আওতায় ইসরাইলকে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করার কথা ছিল। 

আউন বলেছেন, লেবাননে ইসরাইলি সেনারা ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত পর্যন্ত সেনাবাহিনীর সম্পূর্ণ মোতায়েনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। ’

যুদ্ধবিরতি চুক্তি অনুসারে, হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরে ইসরাইলের  সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে তার যোদ্ধাদের প্রত্যাহার করতে হবে।  আর লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা এই অঞ্চলে একমাত্র সশস্ত্র দল হিসেবে থাকবে।

মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করার জন্য লেবাননের প্রতি আহ্বান জানিয়ে আসছে এবং লেবাননের কর্তৃপক্ষ এই সপ্তাহে ওয়াশিংটনের দাবির প্রতি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।

প্রতিক্রিয়াটি জনসমক্ষে প্রকাশ করা হয়নি, তবে আউন বলেছেন, বৈরুত ‘দেশের অস্ত্রের উপর একচেটিয়া অধিকার বজায় রাখতে’ দৃঢ়প্রতিজ্ঞ।

এই সম্পর্কিত আরো