বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্য’নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্য’ কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে লন্ডনের সাউথ কেনসিংটনের কুইন্স গেটস্থ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে হাইকমিশনারের সঙ্গে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে বৈঠকে মিলিত হন।

বৈঠককালে তাঁরা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে হাইকমিশনারের সঙ্গে কুশলবিনিময় করেন এবং অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্য’র কার্যপরিধি, লক্ষ্য ও উদ্দেশ্য এবং সংগঠনের ভবিষ্যত কার্যক্রমসহ সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তাঁরা আগামী মাসে যুক্তরাজ্যে নজরুল জয়ন্তী পালনসহ বিশ্বব্যাপী জাতীয় কবির সৃষ্টি ছড়িয়ে দেওয়া, নজরুলকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা ও প্রবাসে নতুন প্রজন্মের কাছে নজরুলকে তুলে ধরা নিয়ে বিশদ আলোচনা করেন। এছাড়া নজরুল গবেষণা,প্রবাসে নজরুলসঙ্গীত চর্চার সমস্যা ও ঘাটতি দুর করার ব্যাপারেও তাঁরা আলোচনা করেন।

হাইকমিশনার আবিদা ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্য’র সকল কাজে সহযোগিতার আশ্বাস দেন। তিনি সংগঠনের সাথে তরুণদের সম্পৃক্ত করার পরামর্শ দেন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নজরুলের কবিতা ও গান উদ্বুদ্ধ করেছে বলে নানা বিষয়ে প্রণিধানযোগ্য অনেক মন্তব্য ও মতামত তুলে ধরেন। একইসঙ্গে তিনি একসময় নজরুল সঙ্গীতের এনলিস্টেড শিল্পী ছিলেন বলে স্মৃতিচারণ করেন। সবশেষে তিনি এবারের নজরুল জয়ন্তী ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হজরত আলী খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্য’কে এগিয়ে নিতে ডেপুটি হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন। ডেপুটি হাইকমিশনার হজরত আলী খান সংগঠনের সকল কাজে নেতৃবৃন্দকে সহযোগিতার আশ্বাস দেন।

এই সম্পর্কিত আরো