বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত হয়েছেন। ০২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে সদরের এড়ালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশের এস আই জিয়াউর রহমান জানান।
স্থানীয় ও পুলিশের সুত্র জানায়, বানিয়াচং উপজেলার এড়ালিয়া পাড়ার সোহেল,সোহাগ গংয়ের সঙ্গে একই গ্রামের ফরিদ মিয়ার দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। এর জেরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।সংঘর্ষ চলাকালে পথরারীরা আতংকিত হয়ে দিগ্বিধিক ছুটতে থাকেন।
সংঘর্ষে আহত মিলাদ বলেন,আমি বাজারে যাওয়ার জন্য সকাল সাড়ে নয়টায় বাড়ী থেকে রওনা দেই।এসময় রাস্থার মধ্যে পূর্ব থেকে উৎপেতে থাকে সোহেল,সোহাগ ও সজীব সহ কয়েকজন।আমি বাড়ী থেকে কয়েক গজ সামনে যাওয়া মাত্রই তারা আমার উপর অতর্কিত হামলা চালায়।
সংঘর্ষে গুরুতর আহত জোৎস্না বেগম(৪৫),রাশেদা খানম(৪০) ও মেহরাব হোসেন মিলাদকে চিকিৎসার জন্য বানিয়াচং হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।ফরিদ মিয়া(৫৫) ও আবু উমায়ের(৪৫) সহ অন্যান্যরা বানিয়াচং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
বানিয়াচং থানার এস আই জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এখন পর্য়ন্ত কোন পক্ষ অভিযোগ দায়ের করেননি।