বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে জমিয়তের এমপি প্রার্থী  মাওলানা শায়েখ হাম্মাদ আহমদের গণসংযোগ

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা শায়েখ হাম্মাদ আহমদ এর উদ্যাোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

 

সোমবার (১ লা সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।


গণসংযোগ ও  লিফলেট বিতরণকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং দলের বিভিন্ন কার্যক্রম ও আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়ে মতবিনিময় করেন। 

 

তিনি বলেন আমি এলাকার সন্তান, সেই হিসেবে আমরা সবাই ভাই ভাই। এছাড়া এই এলকার প্রতি আমার একটা টান সবসময় থাকবে। শাস্তিগঞ্জ উপজেলা জমিয়তের ঘাটি। জনগণের ভোটে অতীতে এই আসনে আমাদের আরও প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। আশাকরি এই আসন আমরা আবার উদ্ধার করতে পারবো।  


গণ সংযোগকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সহ সভাপতি মাওলানা শাহনুর, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইন সহ অন্যান্য নেতা-কর্মীরা।

এই সম্পর্কিত আরো