সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৫টায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জ জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যবহারের উপযোগী করার লক্ষ্যে জেলা পরিষদ উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে জেলা শহরে বাস মালিকরা আর যত্রতত্র বাস রাখতে পারবেন না, যার মাধ্যমে শহরে যানজট নিরসন হবে। তিনি আরও জানান, এই বাস টার্মিনালে ভবিষ্যতে আরও কাজ করে বর্ধিত করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে বাস মালিকদের দাবি পূরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পিপি অ্যাডভোকেট মঈন উদ্দিন মল্লিক সোহেল, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শেরেনুর আলী, সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মুর্শেদ আলম, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব জুয়েল মিয়া, পৌরসভার অ্যাকাউন্টস অফিসার সন্তোষ কুমার দাস, সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক সংগঠনের সভাপতি সেজাউল কবির, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থবছরের জেলা পরিষদের বাস্তবায়নে ৮৮,০৪,২১৪ টাকা পরিকল্পিত ব্যয়ে কাজটি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রুহান এন্টারপ্রাইজ।