বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ও পর্যটন উদ্যোক্তা ডা. মো. জাকারিয়া হোসেইন (৭৫) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এদিকে সিনিয়র সাংবাদিক ফয়সল আলমের পিতা গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ নিবাসী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আব্দুল মুমিনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
সোমবার (১ সেপ্টেম্বর) পৃথক শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমী অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন- ডা: জাকারিয়া হোসেন শুধু সিলেট নয়, দেশের মধ্যে অন্যতম সেরা একজন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যকরী কমিটির সদস্য, মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ পাক তাঁর জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।
অপরদিকে পৃথক শোক বার্তায় তারা বলেন- সিলেট প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক ফয়সল আলমের গর্বিত পিতা, প্রবীণ মুরব্বী ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আব্দুল মুমিনের মৃত্যু আমরা গভীর শোকাহত। আল্লাহ পাক তাঁকে ক্ষমা করুন ও জান্নাতবাসী হিসেবে কবুল করুন এবং পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি