সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৫ম শ্রেনীর এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রহমত আলীকে আটক করেছেন পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রহমত আলী লক্ষিপুর ইউনিয়নের শুড়িগাও জামে মসজিদের ইমাম এবং চামতলা ইসলামীয়া দাখিল মাদরাসার শিক্ষক। তিনি উপজেলার হাবিবনগর গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ আগষ্ট রহমত আলীর বিরুদ্ধে স্থানীয় চামতলা দাখিল মাদরাসার পঞ্চম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠে। স্থানীয়দের তোপের মুখে ঘটনাটি নিয়ে রোববার সকালে মাদরাসায় বিচার শালিস বসে। বিচার শালিসে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে ক্ষোভে ফুঁসে উঠে স্থানীয় জনতা। এক পর্যায়ে এলাকাবাসী ও শিক্ষার্থীদের তোপের মুখে তাকে মাদরাসার অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। পরে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে গ্রেফতার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন।