বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে বিছানায় দুই সন্তান, পাশেই ঝুলছিল মায়ের মরদেহ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম (উত্তর পাড়া) গ্রাম থেকে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হুসনেআরা বেগম (২৫) ওই গ্রামের সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী।

রোববার সকালে নিজ বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে গোয়াইনঘাটের সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

সরজমিনে জানা যায়, ৩০ আগষ্ট (শনিবার) দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় হুসনেআরা তার দুই সন্তান নিয়ে নিজ গৃহে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে দরজাবদ্ধ ঘরে সন্তানদের কান্না শুনে শাশুড়ি ছেলের বউকে ডাকাডাকি করেন। এতে সাড়া না পেয়ে পাশের বাড়ির লোকজন এনে দরজার খুলে ঘরের ভিতরে ঢুকে হুসনেআরা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে মেয়ের বাড়ির স্বজন এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রবিবার সকাল ১১ টায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরন করে।

এবিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক শাহাব উদ্দিন জানান, পোস্টমর্টেম রিপোর্ট ও নিহতের পরিবারের এজাহার সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সম্পর্কিত আরো