বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) শ্রীমঙ্গলের মনোরম পরিবেশে আয়োজিত এ সফরে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষা সফরে অংশ নেন এসএসসি উত্তীর্ণ ও এইচএসসি ফলপ্রত্যাশী শিক্ষার্থীরা। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। পাশাপাশি আয়োজিত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক আহসান আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমেদ, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার জেলা সভাপতি মাবরুর হুসাইন, সেক্রেটারি আবিদ হাসান, জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সাবেক সভাপতি খালেদ আহমদ ও সাবেক সেক্রেটারি সুফিয়ানসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
দিনব্যাপী শিক্ষা সফরের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শুধু বিনোদনই নয় বরং ভিন্নধর্মী শিক্ষামূলক অভিজ্ঞতাও অর্জন করেন বলে আয়োজকরা জানান।