সিলেট সদরের ধোপাগুলে অবৈধভাবে মজুত রাখা আরও ৫০ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে অভিযান চালিয়ে এ পাথরগুলো উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। অভিযানে র্যাব সদস্যরা তাঁকে সহযোগিতা করেন।
সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে একটি পরিত্যক্ত পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছিল। শনিবার ধোপাগুল থেকে উদ্ধার হওয়া পাথরও সাদাপাথরের জায়গায় প্রতিস্থাপন করা হবে।