বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে হাঁসের মৃত্যু নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১

সিলেটের কানাইঘাট উপজেলায় হাঁসের মৃত্যুকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ভাই ও এক নারী আহত হয়েছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত ঘাতক ও তার পিতাকে আটক করেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের শাহপুর গ্রামে। নিহতের নাম সাইদুর রহমান। তিনি ওই গ্রামের বাসিন্দা। আটকরা হলেন নিহতের চাচা ও তার ছেলে ইমরান।

স্থানীয় সূত্র জানায়, সাইদুর রহমান ও তার ভাইদের প্রায় ২০–২৫টি হাঁস ছিল। সম্প্রতি ইমরান ধানক্ষেত রক্ষায় বিষ প্রয়োগ করলে কয়েকদিন আগে তাদের হাঁসগুলো ওই ক্ষেতে গিয়ে বিষক্রিয়ায় মারা যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে শুক্রবার জুমার নামাজের পর সাইদুর রহমান ও তার ভাইদের সঙ্গে ইমরানের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে ইমরান ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর্যুপরি ছুরিকাঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইদুর ও তার দুই ভাই ফরিদুর রহমান ও আব্দুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদুর। অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষে ইমরানের মা-ও আহত হয়েছেন।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এই সম্পর্কিত আরো