বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা সামাদ মুন্সির সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা আব্দুস সামাদ মুন্সি। 

শনিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অপপ্রচারের প্রতিবাদ জানান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সামাদ মুন্সি। 

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী দুইজন নেতা শামসুল হক ও কামাল হোসেন তাঁকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছেন। যার কোনো ভিত্তি নেই। 

তিনি দাবি করেন, আওয়ামী লীগ আমলে বিভিন্নভাবে নির্যাতিত ছিলেন। অপপ্রচারে লিপ্ত ওই দুই নেতা বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন। সুযোগ-সুবিধা নিয়েছেন। বিভিন্ন পর্যায়ের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রচার-প্রচারণা করেছেন।১৫ আগস্টে শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। 

সামাদ মুন্সি বলেন, দলের কর্মীরা আমাকে চায় বলে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। প্রতিদ্বন্দ্বীতার মধ্যদিয়ে নেতৃত্ব বেরিয়ে আসবে এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু ব্যক্তিগত অপপ্রচার কাম্য নয়। 

তিনি বলেন, আমার বিরুদ্ধে বাড়ি-গাড়িসহ অঢেল সম্পত্তি করার যে অভিযোগ আনা হয়েছে, সেটি ভিত্তিহীন। আমি একজন আমদানীকারক। আমার আয়ের প্রতিটি টাকা আয়কর রিটার্নে লিপিবদ্ধ আছে। এর বাইরে জ্ঞাত আয় বর্হিভুত আমার কোনো সম্পত্তি নাই। আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের নিন্দা জানাই। 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা আনোয়ার হোসেন ও নজির হোসেন।

এই সম্পর্কিত আরো