গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২ টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহরের ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের জেলা কমিটির সহসভাপতি এম. এ বারী সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা প্রচার সম্পাদক মাসুম আহমেদ, সদর উপজেলা কমিটির সভাপতি মোশাহিদ মিল্টন, সাধারণ সম্পাদক মোজাহিদ আলী, তিমন চৌধুরী, জুলাই আহত যোদ্ধা জহুর আলী।
এ সময় বক্তারা ভিপি নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ২৪ এর বিপ্লবের মহানায়কের ওপর হামলা মানে জুলাই বিপ্লবের ওপর হামলা, এ দেশের মুক্তিকামী মানুষের ওপর হামলা।সেনাবাহিনীর অতর্কিত হামলা জনমনে ভীতির সঞ্চার করেছে। এতে আর্মি ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করতে ভিপি নুরের ওপর হামলা করে রক্তাক্ত করা হয়েছে।
ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এবং এই ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। না হলে আমাদের আন্দোলন চলবে।