শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ জাতিসংঘে ‘হামাসমুক্ত’ স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ১৪২ দেশ, সমর্থন ভারতেরও জাকসুর ভিপি পদে ‘স্বতন্ত্র’ ও জিএস-এজিএস পদে ‘ছাত্রশিবির’ নির্বাচিত কোম্পানীগঞ্জে এক বাড়ি থেকে ৭৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার এক কিশোরের ‘রসিকতায়’ জগন্নাথপুরে সিংহ আতঙ্ক পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, হবে এবং হবে: উপদেষ্টা সাখাওয়াত স্বীকার করলেন থানার ওসি - কোম্পানীগঞ্জে মাদক এখন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে গাড়িচালকের বাসায় ভাঙচুর, চুনারুঘাট থানার ওসি ক্লোজড বিশ্বনাথে প্রবাসীদের অনুদানে এগিয়ে চলছে শরিষপুর সেতুর কাজ
advertisement
সিলেট বিভাগ

রাজনগরে নারীর মৃত্যুর ৪ মাস পর উদ্ঘাটন: শ্বাসরোধে হত্যা, আটক ১

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক নারীর স্বাভাবিক মৃত্যুর ঘটনার ৪ মাস পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের লুৎফুর মিয়ার স্ত্রী শাহানা বেগম (৫১) এলাকায় সুদের ব্যবসা করতেন। গত ৩১ মার্চ তার লাশ নিজ ঘরের বিছানায় পাওয়া যায়। সে সময় পরিবারের সদস্যরা এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে ধারণা করায় রাজনগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।


কিন্তু সম্প্রতি শাহানা বেগমের ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের হাতে এলে ঘটনার মোড় ঘুরে যায়। প্রতিবেদনে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এর প্রেক্ষিতে সোমবার (৪ আগস্ট) রাতে নিহতের মেয়ে বিউটি বেগম বাদী হয়ে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলার পর পুলিশ ইসলামপুর গ্রামের ইয়াওর মিয়ার ছেলে খলিল মিয়া ওরফে ফেছাদ মিয়াকে (৩৫) আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খলিল মিয়া শাহানা বেগমকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি পুলিশকে জানান, শাহানা বেগমের কাছ থেকে তিনি সুদে প্রায় দেড় লাখ টাকা ধার নিয়েছিলেন। ঘটনার রাতে টাকা লেনদেন নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে শাহানাকে ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে গলা টিপে হত্যা করেন।


রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, আটক খলিল মিয়াকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এই সম্পর্কিত আরো

শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

জাতিসংঘে ‘হামাসমুক্ত’ স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ১৪২ দেশ, সমর্থন ভারতেরও

জাকসুর ভিপি পদে ‘স্বতন্ত্র’ ও জিএস-এজিএস পদে ‘ছাত্রশিবির’ নির্বাচিত

কোম্পানীগঞ্জে এক বাড়ি থেকে ৭৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

এক কিশোরের ‘রসিকতায়’ জগন্নাথপুরে সিংহ আতঙ্ক

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, হবে এবং হবে: উপদেষ্টা সাখাওয়াত

স্বীকার করলেন থানার ওসি কোম্পানীগঞ্জে মাদক এখন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে

গাড়িচালকের বাসায় ভাঙচুর, চুনারুঘাট থানার ওসি ক্লোজড

বিশ্বনাথে প্রবাসীদের অনুদানে এগিয়ে চলছে শরিষপুর সেতুর কাজ