জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান শহিদ সোহাগ মিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে আহত যোদ্ধাদের সম্মাননা, জুলাই শহিদ পরিবারের সম্মিলন, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, পুলিশ সুপার তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র মঞ্চস্থ করেন।
এদিকে,জুলাই গণঅভ্যুত্থান দিবসে উপজেলা প্রশাসন, সুনামগঞ্জ সদর এর পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।