কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মমতাজগঞ্জ বাজারে সরকারি জায়গা দখল করে দোকান কোটা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে, এলাকাবাসীর পক্ষে ছোটফৌদ গ্রামের শফিকুর রহমান চৌধুরীর পুত্র নজরুল ইসলাম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নক্তিপাড়া গ্রামের মতছিন আলীর পুত্র মইনুল ইসলাম ও মৃত গোলাম রব্বানীর পুত্র ফখরুজ্জামান গংরা মমতাজগঞ্জ বাজারের সরকারি খাস জায়গা দখল করে দোকান নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত রাতে তারা পাকা লিন্টার করে ফেলেছেন। উক্ত নির্মাণাধীন দোকান কোটার নিচ দিয়ে বাজারের পানি নিষ্কাসনের ড্রেন রয়েছে। কিন্তু নজরুল ইসলাম গংরা ড্রেনের পানি নিষ্কাসনের রাস্তা বন্ধ করে সেখানে দোকান নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে ফখরুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তারা এসবের সাথে জড়িত নয়, একটি পক্ষ তাদেরকে জড়ানো চেষ্টা করছে।