সিলেট সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নজরদারি ও টহল জোরদার হওয়ার পরও থেমে নেই চোরাচালান। শুল্ক ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতীয় চোরাইপণ্য ঢুকছে সীমান্তের এপারে। বসে নেই বিজিবি জওয়ানরাও। অভিযান চালিয়ে ধরছে চোরাইপণ্য। ধরা পড়ছে না সীমান্ত চোরাকারবারীরা। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবারও সিলেটের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে প্রায় সোয়া কোটি টাকার চোরাচালান পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়। কিন্তু চোরাকারবারিদের কেউই ধরা পড়েনি।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতি চাল, সুপারি, জিরা, সাবান, আদা, কিশমিশ, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াস, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফট ক্রিম, চা-পাতা এবং নাইসিল পাউডার জব্দ করে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা। অভিযানকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানে জড়িতরা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। জব্দ করা চোরাইপণ্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।