সিলেটের বিশ্বনাথে ‘বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজের করণীয় শীর্ষক আলোচনা ও উলামা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্বনাথ উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরা ও সিলেট জেলার নায়েবে আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল হান্নান বলেন, এক ফ্যাসিবাদের বিদায়ের পর দেশে এখন নব্য ফ্যাসিবাদের পদধ্বনি শুনা যাচ্ছে। এসব ফ্যাসিবাদীদের সকল অপকর্ম গুড়িয়ে দিয়ে, আগামীর বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত ইসলামের বাংলাদেশ গড়তে উলামা মাশায়েখদের ঐক্যের কোন বিকল্প নেই। কারণ যেখানেই ঐক্য বিকৃত হচ্ছে সেখানেই সৃষ্টি হচ্ছে নতুন নতুন ফ্যাসিবাদ। তাই সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার, কারণ নিজেদের নিরাপত্তা ও শান্তির জন্য আজ দেশের মানুষ আলেম-উলামাদের দিকে চেয়ে আছেন। আপনারা যারা জাতির বিবেক আলেম-উলামাগণন ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে আর নতুন করে কোন ফ্যাসিবাদী বা চাঁদাবাজদের জন্ম হবে না।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট পাঠানটুলাস্থ ‘শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা’র উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফায়জুল্লাহ বাহার বলেন, আমাদেরকে হুশিয়ার হতে হবে দেশে আজ আরো একটা নব্য ফ্যাসিবাদী শক্তির উত্তান হতে চলেছে। মসজিদ-মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিন’সহ আলেম-উলামাদের ঐক্যবদ্ধ হয়েই সেই সব নতুন ফ্যাসিবাদীদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে।
বিশ্বনাথ উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল বাকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও উলামা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি ও সিলেট পাঠানটুলাস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কমর উদ্দিন, সিলেট জেলা উলামা মাশায়েখ পরিষদের সহকারী সেক্রেটারী মাওলানা মুফতী দেলোয়ার হোসাইন চৌধুরী, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আমির উদ্দিন, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল হক, বিশ্বনাথ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা নূরুল ইসলাম, বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামী আমীর এইচ এম আক্তার ফারুক, সিলেট জেলা মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারী মাওলানা সাদিক সিকান্দার, বিশ্বনাথ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন, বিশ্বনাথ জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়াহ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমান, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, সৎপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা গোলাম মাওলা, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথে জামেয়া মাদানিয়া আরাবিয়াহ মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা ইসমাঈল আলী, হযরত আমীর হামজা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মাসুক আহমদ, সৈয়দপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আ ন ম মাসুম, জানাইয়া নোয়াগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফয়ছল আহমদ, হরিকলস-মজলিসপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম, রমিজ রশীদ মাদ্রাসার প্রধান মাওলানা শরীফ উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মিসবাহুল হুদা মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী গোলাম কিবরিয়া ও ইসলামি সংগীত পরিবেশন করেন ছাত্র হাফিজ শাহ মোহাম্মদ ইউসুফ, স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর অফিস ও পাঠাগার বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক এবং শেষে মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়াহ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমান।