রবিবার, ১৩ জুলাই ২০২৫
রবিবার, ১৩ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

পাথারিয়া ইউনিয়নে ভিজিডি কার্ড বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্ড বিতরণের জন্য উপকারভোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।


শনিবার(১২জুলাই) সকাল ১১ঘটিকায়  পাথারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দরিদ্র, বিধবা ও অসহায় নারীরা উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দেন এবং তালিকাভুক্ত হওয়ার আশায় অংশগ্রহণ করেন।

 

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় উপকারভোগী নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়। এসময়  ইউনিয়ন ট্যাগ ও উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাসুূদ সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল  ইসলাম  ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে আবেদন যাচাই-বাছাই করেন।


এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়ন সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিজিডি কর্মসূচির মাধ্যমে বাছাইকৃত নারীরা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতি মাসে চালসহ বিভিন্ন সহায়তা পাবেন, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরো