সোমবার, ১৪ জুলাই ২০২৫
সোমবার, ১৪ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে বাংলো ঘরের তীরের সঙ্গে ঝুলছিল যুবকের লাশ

নবীগঞ্জে পিন্টু চন্দ্র দেব (৩০) নামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। নিহত পিন্টু চন্দ্র দেব উপজেলার কেলি কানাইপুর গ্রামের সুকুমার দেবের ছেলে।

শনিবার (১২ জুলাই) দুপুরে দিকে নবীগঞ্জ-শেরপুর সড়কের একটি নির্মাণাধীন বাংলো ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়. শনিবার দুপুরের দিকে নবীগঞ্জ-শেরপুর সড়কের পাশে ডা. ইমরান আহমেদের বাসার পেছনে একটি নির্মাণাধীন বাংলো ঘরের তীরের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় পিন্টু চন্দ্র দেবকে দেখতে পায় স্থানীয়রা। এসময় বাইরে থেকে ঘরটি বন্ধ ছিলো। স্থানীয়দের বিষয়টি টের পাওয়ার পরপরই নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল আহমেদ এবং এসআই আনিসুল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।। প্রতিবেদন আসার পর বিস্তারিত জানা যাবে।

এই সম্পর্কিত আরো