শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে এসএসসিতে বেড়েছে পাশের হার ও জিপিএ ৫, দাখিলে কমেছে পাশের হার

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় দেশব্যাপী একযোগে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজার থেকে অংশগ্রহণ করে ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬১৪ জন শিক্ষার্থী। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫৫৯ জন। পাশের হার ৭৩.৫৭ শতাংশ, যা গত বছরের তুলনায় বেশি। উপজেলার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শতভাগ সাফল্য অর্জন করেছে মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়। গত বছরের চেয়ে এবার বেড়েছে জিপিএ ৫ এর সংখ্যা। জিপিএ ৫ পেয়েছে মোট ৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে সর্বোচ্চ জিপিএ ৫ এসেছে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতেন থেকে ২৪ টি।


এদিকে, দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯০ জন শিক্ষার্থী। উত্তীর্ণ ৩৮৩ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ১০ জন। পাশের হার ৬৪.৯১ শতাংশ, যা গত বছরের তুলনায় কম।

একমাত্র ভোকেশনাল কেন্দ্র হিসেবে বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫১ জন শিক্ষার্থী, পাশের হার ৭৭.২৭;শতাংশ।

বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বলেন, গত বছরের তুলনায় এ বছরে এসএসসি পরীক্ষায় বড়েছেে পাশরে হার ও জিপিএ৫ এর সংখ্যা। শিক্ষার্থীরা আগামীতে আরো ভাল ফলাফল করতে পারবেন বলে আশাবাদ প্রকাশ করছি।

এদিকে সিলেট শিক্ষাবোর্ডে গত বছরের তুলনায় কমেছে পাশের হার।

এই সম্পর্কিত আরো