সোমবার, ০৫ মে ২০২৫
সোমবার, ০৫ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

রেড ক্রিসেন্টে দুদকের অভিযান

নিয়োগ ও বদলি বাণিজ্য : রেড ক্রিসেন্টে দুদকের অভিযান

রেড ক্রিসেন্টে দুদকের অভিযান টেন্ডারবাজি, বদলি, নিয়োগ ও পদায়ন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মগবাজার অফিসে অভিযান পরিচালনা করছে।

রোববার (৪ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম এই অভিযান চালাচ্ছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযোগের তীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবী, রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান ট্রেজারার আমিনুল ইসলাম ও পরিচালক ইমাম জাফর সিকদারের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীর বিরুদ্ধে ৩২০ কোটি টাকার বদলি, পদায়ন ও তদবির বাণিজ্যের অভিযোগ রয়েছে।

এই অভিযোগে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অপসারণ করা হলেও তিনি এখনো রেড ক্রিসেন্ট সোসাইটির গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে আছেন। তুহিন ফারাবী স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য হিসেবে প্রথম পর্যায়ে তিন মাস এবং পরবর্তী সময়ে ২০২৫ সালের ৫ মার্চ থেকে পরবর্তী ৬ মাসের জন্য নিযুক্ত হন।

আরও বলা হয়, তুহিন ফারাবী স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতেও দুর্নীতি করার জন্য একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে বদলি, চুক্তিভিত্তিক চাকরি থেকে নিয়মিতকরণ, পদোন্নতি, পদায়ন, চাকরি প্রদান ও টেন্ডার বাণিজ্য করেছেন।

অন্যদিকে রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান ট্রেজারার আমিনুল ইসলাম, পরিচালক ইমাম জাফর সিকদারের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি, বদলি, নিয়োগ ও পদায়ন বাণিজ্যের অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ সরকারের একটি সহযোগী, মানবিক ও আন্তর্জাতিক সংস্থা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিভিন্ন দেশের অর্থ সহায়তায় মানবিক কাজ পরিচালিত হচ্ছে। অথচ কয়েকজন সিন্ডিকেট সদস্যের অবৈধ কার্যকলাপের ফলে সোসাইটির ভাবমূর্তি ও সুনাম জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এর ফলে দাতা সংস্থাগুলোও মানবিক কাজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অর্থ সহায়তা দিতে দ্বিধা বোধ করছে।

এই সম্পর্কিত আরো