সোমবার, ০৫ মে ২০২৫
সোমবার, ০৫ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

করিম উল্লাহ মার্কেটের নির্বাচনে পাবেল প্যানেল জয়ী

সিলেটের করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন (শনিবার, ৩ মে ২০২৫) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে এবং এতে ব্যবসায়ীদের বিপুল সাড়া লক্ষ্য করা গেছে।

নির্বাচনে ব্যবসায়ীদের আস্থার প্রতীক হিসেবে পরিচিত ‘পাবেল প্যানেল’ বিপুল ভোটে জয়লাভ করেছে। মাঠ জরিপ ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে অবশেষে এই প্যানেলই বিজয়ী হয়।

পূর্বে তিনবারের সাধারণ সম্পাদক ও দুইবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মোঃ আব্দুল অদুদ পাবেল এবারও নেতৃত্ব দিয়েছেন এই প্যানেলকে। তার কার্যকালীন সময়ে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান এবং মার্কেট ব্যবস্থাপনার উন্নয়নের কারণে তিনি বরাবরই ব্যবসায়ীদের কাছে গ্রহণযোগ্য ছিলেন।

এবারের নির্বাচনে সাধারণ ব্যবসায়ী পরিষদ ও বন্দোবস্ত মিলিয়ে মোট ২১ জন সদস্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে পাবেল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সর্বাধিক প্রার্থী। নির্বাচিত সদস্যরা পরবর্তী সভাপতি নির্বাচন করবেন এবং ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে, আব্দুল অদুদ পাবেল-ই হচ্ছেন পরবর্তী সভাপতি।

নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়ীরা বলেন,“আমরা এমন নেতৃত্ব চেয়েছি, যারা বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন এবং আমাদের পাশে দাঁড়াতে পারেন। পাবেল প্যানেল তা বারবার প্রমাণ করেছে। আজকের এই জয় আমাদের প্রত্যাশারই প্রতিফলন।”

নির্বাচনের সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। নির্বাচনী কার্যক্রম পরিচালনায় দায়িত্বে ছিলেন একটি নিরপেক্ষ কমিটি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ছিলো পুলিশ প্রশাসন।

এই সম্পর্কিত আরো