সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা থেকে মাদকসামগ্রী ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। এসময় তাদের কাছ থেখে ২৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতর হলেন, উপজেলার বতুমারা নোয়াগাঁও গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন (৩৫) এবং বরম সিদ্দিপুর গ্রামের মোঃ আসাদুল হকের ছেলে মোঃ শাহীন আহমদ (২৭)।
শুক্রবার (২ মে) দুপুরে সিলেট র্যাব-৯ এর পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ মে আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে সিলেটের কোম্পানিগঞ্জ থানাধীন পশ্চিম ইসলামপুর এলাকা থেকে ০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৪৯ বোতল ফেনসিডিল, মাদক সরবরাহের জন্য ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
র্যাব সুত্র আরও জানান, গ্রফতারকৃত ব্যক্তিদ্বয়, জব্দকৃত মাদকসামগ্রী ও অন্যান্য জিনিসপত্র কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সিলেটে র্যাবের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।