শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে'। এই প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জে জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,অতিরিক্ত জেলা প্রশাসক সনজিত কুমার চন্দ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও অতিরিক্ত পাবলিক প্রসিকউিটর অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা কৃষকদলের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, সকাল ১০ টায় শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, অতিরিক্ত পাবলিক প্রসিকউিটর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সদর উপজেলার বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, সদস্য সচিব আব্দুর রহিম, পৌর বিএনপি'র সদস্য সচিব মুর্শেদ আলম, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, রাকিবুল ইসলাম দিলু ,জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা মুজিবুর রহমান, বাবলু মিয়া, বিপ্লব রায় প্রমুখ।
পরে একটি র্যালি শহীদ মিনার থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এছাড়াও হোটেল শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা লিলু মিয়া ,জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুর নুরের নেতৃত্বে শহরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।