বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে গাঁজাসহ অঞ্জনা আটক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় থানা পুলিশের পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজাসহ অঞ্জনা আক্তার (২০) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। তাছাড়া অভিযানের সময় আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

আটক অঞ্জনা আক্তার জামালগঞ্জের রামনগর গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী।

আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার একটি দল পৃথক অভিযান পরিচালনা করে অঞ্জনা আক্তারের বাড়িতে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এদিকে একই গ্রামের হাফিজুর রহমান নামে আরেক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে আরও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাফিজুর রহমান পালিয়ে যায়।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। 

এই সম্পর্কিত আরো