বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক হযরত আলী মে দিবসের কর্মসূচিতে গিয়ে বাসচাপায় শ্রমিক দল নেতার মৃত্যু স্বামী অসুস্থ, প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদন শেখ হাসিনা ওসামা বিন লাদেনের খালাতো বোন: রিজভী প্রশংসনীয় কর্মের স্বীকৃতিতে ‌‌‌‍'আইজি ব্যাজ' অর্জন করলেন এসএমপি কমিশনার রেজাউল সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য : তারেক রহমান এনসিপি’র কমিটিতে মহিলা আ’লীগ সভাপতির মেয়ে বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার চুরি, গ্রেফতার ৫ মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়েছাই কৃষকের ৪ গরু ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর হাতে এখনও শ্রমিকরা বৈষম্যের শিকার: কাইয়ুম চৌধুরী
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে ৪০দিন নামাজ পড়ে পুরস্কার পেল কিশোর ও তরুণরা

বিশ্বনাথে ধারাবাহিকভাবে ৪০ দিন নামাজ পড়ার জন্য ৩০ জন কিশোর ও তরুণদেরকে পুরস্কৃত করা হয়েছে। গত শুক্রবার বাদ জুময়া বিশ্বনাথ পৌরসভার স্থানীয় কারিকোনা গ্রামের বায়তুল মা’মুর জামে মসজিদে আব্দুল মন্নান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্ষুদে নামাজীদের হাতে পুরস্কার তূলে দেওয়া হয় । 

জানাগেছে চলতি বছরের শবে বরাতের পর বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের বায়তুল মা’মুর জামে মসজিদে কারিকোনা গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে উৎসাহিত করার লক্ষ্যে সর্বমোট ৪০দিন ২শত ওয়াক্ত নামাজ তাকবীর ওয়ালার সাথে পড়ার এক প্রতিযোগিতার আয়োজন করে আব্দুল মন্নান মেমোরিয়াল ট্রাস্ট ইউকে।

কারিকোনা গ্রামের পঞ্চায়েত এর তত্ত্বাবধানে ও ফুলকুড়িঁ সংঘের ব্যবস্থাপনায় ১০ বছর থেকে ২০ বছর বয়সের প্রায় অর্ধশত কিশোর ও তরুণ এই প্রতিযোগিতায় অংশ নেন। 

সম্প্রতি ধারাবাহিকভাবে ৪০ দিন ২শত ওয়াক্ত নামাজ আদায় সম্পন্ন হওয়ার পর গত শুক্রবার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মন্নান মেমোরিয়াল ট্রাস্ট ইউকের অন্যতম প্রতিষ্ঠাতা ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক ও কমিউনিটি নেতা আব্দুর রহিম রঞ্জু। কারিকোনা পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত ওমর ফারুক (রা.) একাডেমীর প্রধান শিক্ষক মরতুজ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন ও ব্যাংকার ফয়জুল ইসলাম। ফুলকুঁড়ি সংঘের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল মা’মুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোছাবাবির, কারিকোনা গ্রামের মুনব্বিী হাজী তৈমুছ আলী, হাজী নুরুল ইসলাম, হাজী বাবুল মিয়া, আব্দুস শহীদ, ফুলকুঁড়ি সংঘের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, উপদেষ্টা হুসিয়ার আলী, আবুল হোসেন, প্রবাসী সুহেল আহমদ রনি, ফুলকুঁড়ি সংঘের বর্তমান সহসভাপতি জয়নাল আবেদীন, সহসাধারণ সম্পাদক শামছুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আখলিছ আলী সুমন, সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রুপন, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, সহকোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম, নাছির আহমদ, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, সহপ্রচার সম্পাদক জুবেদ আহমদ, ফয়জুল ইসলাম অপু, ক্রীড়া সম্পাদক রাসেল আহমদ শাওন, সহক্রীড়া সম্পাদক আলীম উদ্দিন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ খালেদ, সহসমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, মাহিনুর রহমান, পাঠাগার সম্পাদক এনামুল হক, সহ পাঠাগার সম্পাদক আবু সাঈদ মোস্তফা, মাহমুদুর রহমান সারু, সদস্য ফখর উদ্দিন, আশরাফুল ইসলাম তানভীর, আমিনুর ইসলাম আবির প্রমুখ। ধারাবাহিকভাবে ৪০দিন ২শত ওয়াক্ত নামাজ তাকবির ওয়ালার সাথে পড়ায় ১ম হন ৬ জন। তারা হলেন এহসানুল হক, তোফায়েল আহমদ, আবদুল্লাহ আল-মামুন, আবু তাহিদ, সৈকত হাওলাদার ও সৌরভ হাওলাদার। তাদের প্রত্যেককে ১টি করে বড় টেবিল ফ্যান ও ১টি করে জায়নামাজ প্রদান করা হয়। ১৯৪ ওয়াক্ত নামাজ পড়ে ২য় হন জিল্লুর রহমান এবং ১৮৫ ওয়াক্ত নামাজ পড়ে ৩য় হন রামিম আহমদ। ২য় ও ৩য় স্থান অধিকারীরাও পুরস্কার হিসেবে ১টি করে টেবিল ফ্যান ও ১টি করে জায়নামাজ উপহার পান। এছাড়া ৫০ এর অধিক ওয়াক্ত নামাজ আদায়কারীদের প্রত্যেককে উপহার হিসেবে ১টি করে জায়নামাজ প্রদান করা হয় ।

এই সম্পর্কিত আরো

কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক হযরত আলী

মে দিবসের কর্মসূচিতে গিয়ে বাসচাপায় শ্রমিক দল নেতার মৃত্যু

স্বামী অসুস্থ, প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদন

শেখ হাসিনা ওসামা বিন লাদেনের খালাতো বোন: রিজভী

প্রশংসনীয় কর্মের স্বীকৃতিতে ‌‌‌‍'আইজি ব্যাজ' অর্জন করলেন এসএমপি কমিশনার রেজাউল

সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য : তারেক রহমান

এনসিপি’র কমিটিতে মহিলা আ’লীগ সভাপতির মেয়ে

বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার চুরি, গ্রেফতার ৫

মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়েছাই কৃষকের ৪ গরু

ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর হাতে এখনও শ্রমিকরা বৈষম্যের শিকার: কাইয়ুম চৌধুরী