শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি

পোশাকের নিচের তিলের খবরও জানে এআই!

কর্মক্ষেত্রসহ দৈনন্দিন জীবনে দিন দিন বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার। সামাজিক যোগাযোগমাধ্যমেও এআই-এর নানা টুলস ও অ্যাপসের ট্রেন্ড দেখা যায়। তবে সে অ্যাপগুলো কতটা নিরাপদ, তা নিয়ে ফের প্রশ্ন উঠল। ভারতীয় তরুণ ঝলক ভাবনানী দিলেন এক বিস্ফোরক তথ্য। এআই দিয়ে তৈরি শাড়ির ছবি পোস্ট করে তার যে অভিজ্ঞতা হয়েছে, তা রীতিমতো আঁতকে ওঠার মতো।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটিভিডিও বার্তাপোস্ট করেছেন ঝলক ভাবনানী । গুগল জেমিনির ‘ব্যানানা এআই শাড়ি ট্রেন্ড’-এ সালোয়ার কামিজ ব্যবহার করে নিজের ছবি বানিয়েছিলেন তিনি। কালো কামিজ-ওড়না পরা ছবি আপলোড করেছিলেন ঝলক। তার এ ছবির পরিবর্তে তিনি শাড়ি পরা যে ছবিটি হাতে পান, তা দেখে চমকে ওঠেন তিনি।

ঝলক বলেন, ‘এআই ছবিটি দেখে শিউরে উঠেছিলাম। অদ্ভুত একটা জিনিস দেখলাম। আমার শরীরের ওই জায়গায় যে তিল রয়েছে, তা জেমিনি জানল কী করে? ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তিলটি। খুব ভয় করছে আমার। কীভাবে এমন হলো, বুঝতে পারছি না। আপনাদের সবাইকে বিষয়টি জানালাম। সবাই নিরাপদে থাকুন। সামাজিক যোগাযোগমাধ্যমে বুঝেশুনে আপলোড করুন।’  

ঝলকের আপলোড করা ছবি ও জেমিনির তৈরি করা ছবি, দুটিই তুলে ধরেনেছেন তিনি।  যাতে দেখা গেছে, এআই ছবি তৈরির জন্য যে ছবিটি পোস্ট করেছিলেন ঝলক, সেটিতে তার পরনে ছিল লম্বা হাতাওয়ালা কামিজ, গা ঢাকা ছিল ওড়নায়। সেটি দেখে জেমিনি যে এআই ছবি বানিয়ে দিয়েছে, তাতে স্বচ্ছ শাড়ি ভেদ করে বাঁ হাতের ঊর্ধ্বভাগে একটি তিল দেখা যাচ্ছে। কামিজ পরা ছবিতে যদিও সেটি ঢাকা ছিল।

এই সম্পর্কিত আরো