বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
রাজনীতি

‘কারও রাজনীতির ভুলে পতিত স্বৈরাচার যেনো ফিরে না আসে’

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ইস্যুতে জামায়াতের আন্দোলন দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তিনি বলেছেন, ‘কারও ভুল রাজনীতির কারণে দেশে পতিত স্বৈরাচার যেনো ফিরে না আসে।’

আজ বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সব রাজনৈতিক দলগুলোকে সোচ্চার থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

আমীর খসরু বলেন, ‘আন্দোলনের কর্মসূচি দেওয়ায় প্রমাণ হয় জামায়াত ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি সম্মান দেখাচ্ছে না এবং নির্বাচনকে অগ্রাহ্য করছে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে, আর যারা ভোট বানচালের ষড়যন্ত্র করবে, তারা দেশের মানুষের আস্থা হারাবে।’

এ সময় গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই বলে জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর উচিত দেশ ও গণতন্ত্র রক্ষায় একযোগে কাজ করা এবং অস্থিরতা এড়ানোর প্রতি গুরুত্ব দেওয়া।’

এই সম্পর্কিত আরো