বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি অবরোধের কারণে অপুষ্টিতে আরও ১০ জন ফিলিস্তিনি মারা গেছেন। তাদের মধ্যে তিনিটিই শিশু। 

শনিবার (৩০ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টির কারণে নতুন ১০ জনের মৃত্যুর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে মৃতের সংখ্যা ৩৩২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১২৪ জন শিশু।

বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) অনুসারে, গাজা উপত্যকার গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ এবং খান ইউনিস গভর্নরেটে তা বিস্তৃত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইপিসি গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে ৫৪ জন অনাহারে মারা গেছেন, যার মধ্যে নয়জন শিশু। 

আইপিসি জানিয়েছে, ২২ মাসের অব্যাহত আগ্রাসনে গাজা উপত্যকার পাঁচ লাখেরও বেশি মানুষ অনাহার, দারিদ্র্য এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে। আরও ১০ লাখেরও বেশি মানুষ,যা গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি - তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার জরুরি স্তরের মুখোমুখি হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে চলা সামরিক অভিযানে গাজায় ৬৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি।  প্রায় দুবছর ধরে চলা সামরিক অভিযানের ফলে ছিটমহলটি ধ্বংস হয়ে গেছে। 

এর আগে গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। 

উপত্যকাটিতে যুদ্ধের জন্য ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু

এই সম্পর্কিত আরো