পেহেলগাম হামলা নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা বিরাজমান। এর মধ্যেই শোনা গেল ভিন্ন এক খবর। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কাশ্মীরের দুই যুগল। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও বিয়ের আনন্দে ভাসলেন তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, কাশ্মীরের প্রত্যন্ত এক গ্রামের কনে রাবিয়া বিবি (১৮)। যার জন্য এ বিষয়টি নতুন নয়। লাল ঘোমটায় মোড়া রাবিয়া বলেছেন, ছোট বেলাতেও কাশ্মীরের পরিস্থিতি এমনই ছিলো। আমরা আর এখন আর এসব ভয় পাই না। ভবিষ্যতেও পাবো না। আমরা শুধু শান্তি চাই। রাবিয়ার সঙ্গে যুগলবন্দি হলেন চৌধুরি জুনায়েদ (২৩) নামের তরুণ।
তিনি বলেছেন, আমরা কোনো ঐতিহ্যবাহী অনুষ্ঠান বাতিল করিনি। ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলমান। ভারত ওই হামলার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করেছে। পাকিস্তান অবশ্য তা প্রত্যাখান করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলার জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। ইসলামাবাদ গত সপ্তাহে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের কাছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য আছে যে, ভারত সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। উত্তেজনা কমাতে নয়াদিল্লি ও ইসলামাবাদের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। পাকিস্তানে খেলার মাঠে জরুরি মহড়া চালানো হয়েছে।
এছাড়া বাসিন্দাদের খাবার ও ওষুধ মজুদ করে রাখতে বলা হয়েছে। এদিকে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে হামলাকারীদের সন্ধানে অভিযান অব্যাহত আছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় বাসিন্দারা আরও দূরে সরে যাচ্ছেন। কেউ কেউ সংঘাতের আশঙ্কায় বাঙ্কার পরিষ্কার করছেন। যাতে যুদ্ধ লাগলে বাঙ্কারে লুকানো যায়। অন্য একটি গ্রামে সোয়েব আখতার (২৫) নামে আরেক প্রকৌশলীরও বিয়ে হতে দেখা যায়। তিনি বলেন, এটি আমাদের জীবনের আনন্দপূর্ণ মুহূর্ত। কোনো কিছুকেই আমরা এই মুহূর্ত নষ্ট করতে দেবো না। এই মুহূর্তে আমি বিয়ে করছি আর এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি যুদ্ধ শুরু হয় আমরা তা মোকাবিলা করবো। যখন যুদ্ধ হবে তখন দেখা যাবে।