বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গাজায় কর্মরত দাতা গোষ্ঠীর কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি ইসরাইলের হাদির খুনি ফয়সালের ভিডিওবার্তা নিয়ে যা জানা গেল ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায় বিতর্কে মোড়া সাফল্যে রাঙানো ক্রীড়াবছর সিলেটে শহীদমিনারে খালেদা জিয়ার গায়েবানা জানাজা নিউইয়র্ক সিটি হলে নয়, পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেবেন মামদানি আইপিএলে মোস্তাফিজকে ঘিরে নিরাপত্তার উদ্বেগ খালেদা জিয়ার জন্য আরিফুল হক চৌধুরীর খতমে কুরআন ও দোয়া মাহফিল ৩১ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান
advertisement
আন্তর্জাতিক

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরে চলন্ত গাড়িতে ২৮ বছর বয়সী এক নারীকে তুলে নিয়ে দুই ঘণ্টার বেশি সময় ধরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বিবাহিত ওই নারী রাতে বাড়ি যাওয়ার জন্য যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। সে সময় একটি গাড়ি থামে এবং দুজন যুবক তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলেন। কিন্তু গাড়িটি তাঁর গন্তব্যের বদলে গুড়গাঁও সড়কের দিকে যেতে শুরু করে।

অভিযোগ অনুযায়ী, ওই নারী দুই ঘণ্টা গাড়িটির ভেতরে আটকে ছিলেন এবং অভিযুক্ত ব্যক্তিরা ক্রমাগত তাঁকে ধর্ষণ করেন। বাধা দেওয়া সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তিরা থামেননি, উল্টো তাঁকে হুমকি দেন। এরপর এস জি এম নগরের রাজা চকের কাছে ওই নারীকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এতে তাঁর মুখে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

এ সময় ভুক্তভোগী নারী বারবার তাঁর বোনকে ফোন করছিলেন। পরে তাঁর বোন যখন ফিরতি ফোন করেন, তখন তিনি পুরো বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। তাঁর মুখে ১০ থেকে ১২টি সেলাই দিতে হয়েছে।

বর্তমানে ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ট্রমায় ভুগছেন। এ জন্য এখন পর্যন্ত তাঁর জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগীর বোন অভিযোগে জানিয়েছেন, ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে তাঁর বোন তাঁকে ফোন করে বলেছিলেন, মায়ের সঙ্গে ঝগড়া হওয়ায় তিনি বন্ধুর বাড়ি যাচ্ছেন। তিন ঘণ্টার মধ্যে বাড়ি ফিরে আসবেন বলেও বোনকে জানিয়েছিলেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ওই নারী বিবাহিত এবং তিন সন্তানের জননী। পারিবারিক কলহের কারণে তিনি স্বামী থেকে আলাদা থাকেন।

পুলিশ এরই মধ্যে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার ও অপরাধে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে।

এই সম্পর্কিত আরো

গাজায় কর্মরত দাতা গোষ্ঠীর কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি ইসরাইলের

হাদির খুনি ফয়সালের ভিডিওবার্তা নিয়ে যা জানা গেল

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

বিতর্কে মোড়া সাফল্যে রাঙানো ক্রীড়াবছর

সিলেটে শহীদমিনারে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

নিউইয়র্ক সিটি হলে নয়, পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেবেন মামদানি

আইপিএলে মোস্তাফিজকে ঘিরে নিরাপত্তার উদ্বেগ

খালেদা জিয়ার জন্য আরিফুল হক চৌধুরীর খতমে কুরআন ও দোয়া মাহফিল

৩১ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান