 
    
    
জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন,ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিকল্প নেই। জমিয়ত লেবাসধারী রাজনীতিতে বিশ্বাস করেনা। জমিয়তে উলামায়ে ইসলাম ইসলামি মূল্যবোধ এবং ঘুষ,দূর্নীতিমুক্ত সমাজ-রাষ্ট্রব্যবস্থা গঠনের জন্য অঙ্গীকারবদ্ধ।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট শহীদ মিনার মাঠে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো নিজের মধ্যে ইনসাফ বা ন্যায়ের চর্চা প্রতিষ্ঠা করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে দায়িত্বশীলরা যদি ন্যায়পরায়ণতা ও ভারসাম্য বজায় রাখেন, তবে দেশে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা অনায়াসেই সম্ভব। ইনসাফ ইসলামের শিক্ষা। যারা রোজাকে পূজার সঙ্গে তুলনা করে তারা সরাসরি ইসলামের শত্রু। আমরা গৌরবময় ইতিহাসের ধারক হয়ে রাজনীতিতে এসেছি।
মাওলানা আফেন্দি বলেন ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম করাই আমাদের লক্ষ্য। যারা ইসলামের নামে রাজনীতি করে অথচ তলে তলে ইসলামের ক্ষতি করে, তাদের ক্ষমতায় আসার সুযোগ দেওয়া যাবে না।
গণসমাবেশ বাস্তাবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা গোলাম আম্বিয়া কয়েসের সঞ্চালনায় সমাবেশে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আলিমুদ্দিন দুর্লভপুরী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া, সিলেট জেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা শায়খ আতাউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মুফতি আব্দুল মুসাব্বির, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমদ, দারুস সালাম লাফনাউট মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিম প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ।